বেচারা টেকো বর টাক ঢেকে রাখার চেষ্টাও করেছিলেন কিন্তু সন্দেহ করে বসে কনে। আর এর জেরে বিয়েটাই ভেঙে গেল শেষ পর্যন্ত। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের ইটাওয়াতে এ ঘটনা ঘটেছে।

বিয়ের আসরে কনে বরের মধ্যে একটু বাড়তি সতর্কতা লক্ষ্য করছিলেন আর সে কারণে বরের প্রতি তিনি গভীরভাবে লক্ষ্য রাখছিলেন। মালা বিনিময়ের সময় কনে লক্ষ্য করেন, বর বেশ সতর্কতার সাথে তার মাথার পাগড়িটি সামলাচ্ছে।

পরে ওই নারী আবিষ্কার করেন, বর পরচুলা পরিধান করেছেন। এতে ওই নারী মানসিকভাবে এতোটাই ধাক্কা খান যে, জ্ঞান হারিয়ে ফেলেন।

জ্ঞান ফেরার পর তিনি ওই টেকো ব্যক্তিকে বিয়ে করবেন না বলে জানন। আত্মীয়-স্বজনদের অনুরোধ সত্ত্বেও তিনি নিজ সিদ্ধান্তে অটল থাকেন। এতে বর অজয় কুমার হতভম্ব হয়ে পড়েন এবং বিয়ে না করেই বাড়ি ফেরেন।

খবর: পিটিআই