এক মাসে দু’বার গর্ভধারণের মতো বিরল ঘটনার জন্ম দিয়েছেন তুরস্কের এক নারী।
দেশটির ইজমির প্রদেশের সেভিঙ্ক সেলিক নামে ওই নারী তুরস্কে প্রথমবারের মতো এ ঘটনার জন্ম দিলেও বিশ্বে এটি ১২তম ঘটনা। খবর ডেইলি সাবাহর।
গত ১০০ বছরে এ ধরনের আরও ১১টি ঘটনা ঘটেছে।
তুরস্কের দৈনিক মিলিয়েতে এ নিয়ে গত ২২ মার্চ একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ২০১৭ সালে ইজমির প্রদেশের সেভিঙ্ক সেলিক নামে ওই নারী গর্ভধারণের এক মাসের মধ্যে আবারও একই ধরনের উপসর্গ অনুভব করেন।
সেভিঙ্ক সেলিক বলেন, আমার প্রথম ছেলে পয়রাজ পেটে আসার ২২ দিনের মাথায় পরীক্ষা করে নিশ্চিত হই আরেকটি সন্তান (আয়াজ) আমার পেটে এসেছে।
২০১৭ সালের ৬ অক্টোবর তাদের দুজনকেই একসঙ্গে প্রসব করি। দুজনেই এখন পর্যন্ত সুস্থ ও সবল আছে।
তারা যমজ বলে পরিচিত হলেও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তারা যমজ নয়, তাদের বলা হয় সুপারফেটেশন (একটি গর্ভাবস্থার পর দ্বিতীয় ডিম্বাণুর নিষেক) শিশু।
আয়াজ এবং তার ভাই পয়রাজের বয়স এখন ৫ বছর। দুজনেই সুস্থ আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।