ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের করপোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান। শাকিবের প্রতিষ্ঠানের নাম রিমার্ক অ্যান্ড হারল্যান। এটি অথেনটিক কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, স্কিনকেয়ার পণ্যের ব্যবসা করে থাকে।
আন্তর্জাতিক মানের এই প্রসাধনী ব্র্যান্ডের সঙ্গে সুপারস্টার শাকিব খান অফিশিয়াল পথচলা শুরু করেন চলতি বছরের জানুয়ারি থেকে। প্রতিষ্ঠানটির অন্যতম একজন পরিচালক তিনি।
এবার শাকিব খানের এই কোম্পানির পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বাংলাদেশ দলের ‘পোস্টারবয়’ খ্যাত সাকিব আল হাসান। শাকিব খানের এই প্রতিষ্ঠানের পণ্য হোমকেয়ার ও হোমক্লিনিং ‘টাইলক্স’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন ক্রিকেটার সাকিব।
এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও রিমার্ক অ্যান্ড হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাকিব আল হাসানের একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। যেখানে প্রথমবারের মতো একসঙ্গে ‘মিট দ্য প্রেস’-এ পাওয়া যাবে দুজনকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।