মোঃ ইমরান হোসেন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট রোড এলাকার বাসিন্দা জুয়েল কানুর বাসা থেকে তিন দিনের চেষ্টার পর এক বিষধর কালনাগিনী সাপ উদ্ধার।

গত কয়েক দিন থেকে এই বিষধর সাপটির টের পেয়ে বাসার মানুষ বাংলাদেশ বন্য প্রানী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলকে খবর দিলে, লোকেরা আসলে সাপটি তার মত করে জনমানবের অস্তিত্ব বুঝতে পারলে লুকিয়ে থাকতো।

এতে শত চেষ্টার পর ও গত দুই দিন ধরাছোঁয়ার বাহিরে থেকে যায়। এতে বাড়ির মানুষের আতংকিত অবস্থায় দিন কাটাচ্ছিল। শুক্রবার (২৭ মে) সকাল ১০ টার দিকে জুয়েল কানুর বাসায় তৃতীয় তলার ছাদে গেলে সাপের উপস্থিতি টের পায় বাসার মানুষরা।

আজ বাংলাদেশ বন্য প্রানী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল কর্তৃপক্ষকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সেখানে উপস্থিত হন।

সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে। আজ তৃতীয় দিনে অনেক চেষ্টার পর বিষধর সাপটি উদ্ধার করতে সক্ষম হয়।

বাংলাদেশ বিন্য প্রানী সেবা ফাউন্ডেশনের সজল দেব এর সাথে কথা বললে বিষয়টি সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের বলেন, কালনাগিনী সাপটি বিষধর সাপের অন্যতম একটি। বন বিভাগের উপস্থিতিতে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেও বলেন আজ বিকেলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।