সঙ্গীর সঙ্গে বেশি বয়সের তফাৎ দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও। অনেকে তো পছন্দই করেন সঙ্গী হবেন একটু বয়স্ক ও পরিণত। বিশেষজ্ঞরা বলছেন, এরকম ধরনের সম্পর্ক টিকিয়ে রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে। যা ঠিকঠাক মেনে চললে, প্রেম, দাম্পত্য হবে সুখের।
১) বয়স একটা সংখ্যামাত্র। তাই প্রেম করার সময় প্রথমেই ভুলে যেতে হবে বয়সের তফাৎ। তবে হ্যাঁ, সঙ্গীর সঙ্গে সময় কাটানো বা কথা বলার সময় মাঝে মধ্যে এই তফাৎটা সামনে আনাও জরুরি। তবে তা যেন হয় নমনীয়ভাবে।
২) আপনি যেভাবে পৃথিবীকে দেখছেন, আপনার বয়সে ছোট বা বড় সঙ্গী সেভাবে হয়তো দেখছেন না। তাই বিরক্ত না হয়ে, বরং ধৈর্যশীল হন। বরং সঙ্গীকে বোঝার একটু সময় দিন।
৩) বয়সে একটু বেশি বড় বলে সঙ্গীর উপর নিজের ইচ্ছে গুলো চাপিয়ে দেবেন না। বরং সঙ্গীকে বুঝতে দিন আপনার পছন্দ ও অপছন্দ।
৪) অন্যদিকে, ছোট বলেই যে সব সময় আবদার করতে হবে নানারকম, তা কিন্তু নয়। কারণ, আপনারা প্রেমের সম্পর্কে রয়েছেন। কেউ কারও অভিভবাক নন।
৫) যেকোনও সম্পর্কই বিশ্বাসের উপর দাঁড়িয়ে। তাই এই বিষয়টা মনে রাখুন। বয়স বেশি মানেই সম্পর্কে আপনি রুল করবেন তা কিন্ত একেবারেই নয়। এটা অবশ্যই দু’জনেরই ভাবা উচিত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।