সময় টেলিভিশনের সিলেট ব্যুরো অফিসে পরিবহন সহকারী শামীম আহমদকে হত্যার হুমকির ঘটনায় থানায় সাধারণ সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সিলেট কোতয়ালী মডেল থানায় জিডি করেন তিনি।
শামীম জিডিতে উল্লেখ করেন, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে এক ব্যক্তি তার অফিসিয়াল মুঠোফোনে কল দিয়ে অযথা অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে সস্ত্রীক পেট্রোল দিয়ে পুড়িয়ে প্রাণে মারার হুমকি প্রদান করে।
এসময়, তিনি আইনের দ্বারস্থ হওয়ার কথা বললে- সে তার হাত কেটে নেওয়ার হুমকিও দেয়। তার পরিচয় জানতে চাইলে সে তা জানাতে অস্বীকার করে। এই অবস্থায়, তিনি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সিলেট নগরীর যতরপুর এলাকার বাসিন্দা শামীম বলেন, ‘এমন হুমকিতে আমি, আমার পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনকে বিষয়টি জানিয়ে থানা জিডি করেছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।