টানা ২৫ বছর ধরে হিন্দু হয়েও কলকাতার রেড রোডে ঈদের নামাজ পড়েন অধ্যাপক উদয়ন মিত্র। ঐক্যের বার্তা দিতে এত বছর ধরে পূজার পাশাপাশি রমজান মাসে নামাজ, রোজায় ব্যস্ত থাকেন কলকাতার এই হিন্দু অধ্যাপক।

নিজের ধর্মকে যথারীতি মেনেই সম্প্রীতি রক্ষার বার্তা দিতে উদয়ন মিত্র এতটা বছর ঈদ, নামাজ, রোজা ও মুসলিমদের ধর্মীয় রীতি মেনে চলেন। অংশ নেন রেড রোডের ঈদের জামাতেও।

কেন একজন হিন্দু হয়েও মুসলিমদের ধর্ম পালন করেন তিনি? এই প্রশ্নের উত্তরে অধ্যাপকের মন্তব্য, ‘মন চায়, ভালোবাসি, তাই এসব করি।

কলকাতার মানুষ হলেও এখন দুর্গাপুরের সুভাষ পল্লিতে থাকেন। অধ্যাপক উদয়ন মিত্র দুর্গাপুর ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে শিক্ষকতা করেন।

বাবা ও মা দুজনই সরকারি চাকরিজীবী ছিলেন। এই অধ্যাপক জানিয়েছেন, ‘নামাজে সবার সঙ্গে সমবেত হওয়াতেই মনের শান্তি।

এটাই সম্প্রীতির বার্তা। নামাজের জামাতে এত মানুষের সমাগম, সম্প্রীতির মেলবন্ধন, সত্যিই অসাধারণ লাগে। ভালো লাগা আর মনের পবিত্রতা থেকে বলছি, মুসলিমদের আতিথেয়তায় আমি মুগ্ধ।’