মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে গত বছরের মে মাসে তার স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ’র বিবাহবিচ্ছেদ হয়।
২০২১ সালে ৩০ বছর পূর্ণ হওয়া সংসারের ইতি ঘটে। কিন্তু এবার সাবেক স্ত্রীকেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি!
গতকাল রোববার (১ মে) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম সানডে টাইমসকে তিনি জানান, তিনি আবারও বিয়ে করতে চান এবং সেটি তার সাবেক স্ত্রী মেলিন্ডাকেই।
এই দম্পতির তিন সন্তান রয়েছে – জেনার, ররি এবং ফোবি। বিল গেটস বলেন, ‘প্রতিটি মানুষের জীবন বিভিন্ন পরিবর্তনের ভেতর দিয়ে যায়। বিয়ের পর যখন ছেলে-মেয়ে হয়, তারপর ছেলে-মেয়ে বড় হয়ে বাড়ির বাইরে চলে যায় সেটিও একটি পরিবর্তন। কিন্তু তার জীবনের পরিবর্তন এসেছে বিবাহ বিচ্ছদের পর।
আমি জানতাম না ধীরে ধীরে আমি ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছি। তবুও আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করি যে বিচ্ছদের পরও আমরা একসঙ্গে কাজ করতে পারছি। প্রতি বছর বার্ষিক মিটিংয়ে আমাদের দেখা হলে আমরা একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।