সম্প্রতি একটি ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে দুরন্ত গতিতে বাইক ছুটিয়ে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। পেছনের আসনে যাত্রী হিসেবে বসে আছে একটি সাদা রঙের ষাঁড়!
ইনস্টাগ্রামের ‘অ্যানিম্যালসইনদ্যনেচারটুডে’ নামে একটি অ্যাকাউন্টে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই হইচই শুরু হয়ে যায় নেটদুনিয়ায়। ওই ভিডিওটিতে আরও দেখা গেছে, ষাঁড়টি বাইকের আসনের সঙ্গে বাঁধা। আর সেই অবস্থাতেই ছুটছে বাইকটি। শুধু তাই-ই নয়, নির্বিকারভাবে বসেও আছে ষাঁড়টি।
এক ইনস্টাগ্রাম গ্রাহক লিখেছেন, ‘এ রকম দৃশ্য সচরাচর দেখা যায় না। দেখে নিন।’ আরও একজন লিখেছেন, ‘আমাদের চলার পথে অনেক বিষয়ই চোখ এড়িয়ে যায়, কিন্তু নেটমাধ্যমের নজর এড়ায় না।’ অনেকে আবার এই ঘটনার প্রতিবাদও করেছেন। তাদের মতে, এভাবে ছোট জায়গায় বেঁধে নিয়ে যাওয়া পশুটিকে কষ্ট দেয়ার শামিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।