কলকাতার যৌনকর্মীরা পেনশন এবং অবসরকালীন সুযোগ-সুবিধার দাবিতে মে দিবস উপলক্ষে বিরাট মিছিল বের করেন। গত শনিবার সন্ধ্যায় (৩০ এপ্রিল) ‘দুর্বার মহিলা সমন্বয় কমিটির’ ডাকে কলকাতার সোনাগাছি এলাকার শত শত যৌনকর্মীর ওই সমাবেশ ও মিছিল করেন।
সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার সোনাগাছি এলাকার দুর্বার মহিলা সমন্বয় কমিটির আহ্বানে এই মিছিল হয়।
শত শত যৌনকর্মী মিছিল থেকে ৪৫ বছর বয়সের পর পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবি জানান। দুর্বারের সভাপতি বিশাখা লস্কর বলেন, ‘হাজার হাজার যৌনকর্মী আজও এই ধরনের মৌলিক শ্রম-অধিকারগুলো থেকেই বঞ্চিত।
একজন শ্রমিকের যেসব অধিকার আছে, সমতালিকায় একজন যৌনকর্মীর কাজকেও কাজ হিসেবে নথিভুক্ত করাটাই আমাদের দাবি। তাহলেই আমরা শ্রম-অধিকারগুলো পাব।’
মধ্য কলকাতার অবিনাশ কবিরাজ স্ট্রিট থেকে শুরু হয়ে মশাল মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিকদের ন্যায্য প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানান যৌনকর্মীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।