বিকিনি পরার কারণে প্রতিষ্ঠানের ঐতিহ্যে আঘাত লেগেছে- এমন অভিযোগ এনে এক বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে কর্তৃপক্ষ।
ভারতের কলকাতার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির এক সাবেক সহকারী অধ্যাপক কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন। খবর আনন্দবাজার।
বিকিনি পরা বেশ কিছু ছবি সেই শিক্ষিকা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এবং সেই ছবি স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রের চোখে পড়ে। পরে সেই ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে সেই শিক্ষিকাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়।
কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো এক চিঠিতে সেই ছাত্রের বাবা লেখেন, ‘শিক্ষিকার অন্তর্বাস পরা ছবি দেখছে আমার ছেলে, বাবা হিসেবে তা আমার জন্য লজ্জার।’
পরে সেই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২০২১ সালের ২৪ অক্টোবরের সেই ঘটনায় ইউরোপীয় ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা সেই শিক্ষিকা যাদবপুর থানায় প্রোফাইল হ্যাকের অভিযোগ জানান। সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই বিষয়টি আমলে নেয়নি বলে দাবি করেন সেই শিক্ষিকা।
তবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে চাকরি ছাড়তে বাধ্য করার বিষয়টি অস্বীকার করেছে এবং তারা বলছে, শিক্ষিকাই স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।