প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্ক থামছেই না। এবার প্যারিস অলিম্পিকের আয়োজকদের ধুয়ে দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
উদ্বোধনী অনুষ্ঠানের একটি অংশে রেনেসাঁ যুগের কিংবদন্তি চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা অমর চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’-কে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করে আয়োজকরা। ‘ড্র্যাগ কুইন’ (মেয়েদের পোশাকে ছেলেদের নারীত্ব প্রদর্শনের পারফরম্যান্স), ডিজে এবং নাচের দলের মাধ্যমে দ্য লাস্ট সাপারকে চিত্রণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই এই পরিবেশনার বিরুদ্ধে সরব হন ক্যাথলিক গোষ্ঠী ও ফ্রান্সের ধর্মাযাজকেরা। এবার তাদের সুরে সুর মিলিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমি খোলামনের মানুষ কিন্তু এটা মনে করি, তারা যা করেছে, সেটার লজ্জার।’

অলিম্পিকে এবার বাজল ‘ভুল’ জাতীয় সঙ্গীত
আয়োজক কমিটি অবশ্য টুর্নামেন্টজুড়ে তাদের নানা ভুলের মতো এই পরিবেশনার জন্যও ক্ষমা চেয়েছে। এই বিষয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিশ্চিত করে বলতে পারি, কোনো ধর্মীয় গোষ্ঠীকে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। জরিপগুলো বলছে, আমরা যা করতে চেয়েছি, সেটা অর্জন করতে পেরেছি। যদি কোনো মানুষকে এটা আঘাত করে, আমরা অনেক অনেক দুঃখিত।’
২০২৮ অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। চলতি বছর নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলে ট্রাম্প অলিম্পিকের উদ্বোধনে এমন কিছু করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘লাস্ট সাপারকে যেভাবে প্রদর্শন করা হয়েছে, আমরা সেটা করব না।’
উল্লেখ্য, অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। প্যারিসের সিন নদীকে ঘিরে হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন প্রায় তিন হাজার বিনোদনকর্মী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।