কোপা আমেরিকার গ্রুপ পর্বে টানা তিন জয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
তবে সোমবার রাতের ম্যাচে ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিলের জয়রথ থামিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল একুয়েডর। গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। টানা ১০ জয়ের পর ড্র করল তিতের দল। ম্যাচের প্রথমার্থে এডের মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় ব্রাজিল। খেলার ৩৭ মিনিটে এডের মিলিতাওয়ের হেড এগিয়ে দেয় ব্রাজিলকে। বিরতির পর বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি নেইমারহীন ব্রাজিল। ৫৩ মিনিটে আনহেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর। ম্যাচের বাকি সময়ে আর কেউ গোল দিতে পারেনি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। এই ড্রয়ের ফলেই শেষ আটে গেল বিশ্বর্যাংকিংয়ে ৫৩ নম্বরে থাকা ইকুয়েডর। গ্রুপ ‘বি’ থেকে বিদায় নিয়েছে ভেনেজুয়েলা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।