‘এন্ডিং থিংস’ নামে একটি নতুন প্রজেক্টের প্রধান মুখ হয়ে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। নতুন এই মিশনে সেখানে প্রিয়ঙ্কা অভিনয় করবেন অ্যান্থনি ম্যাকির সঙ্গে, যিনি এখন নতুন ক্যাপ্টেন আমেরিকা। অ্যাকশন সমৃদ্ধ এই ছবির পরিচালক কেভিন সুলিভান।

জানা গেছে, জেমস ক্যামেরনের ‘ট্রু লাইস’ থেকে ‘এন্ডিং থিংস’ ছবিটি অনুপ্রাণিত। গত ২২শে জানুয়ারি প্রিয়াংকা ও নিক জোনাস জানিয়েছিলেন, সারোগেসির মাধ্যমে তারা সন্তানের বাবা-মা হচ্ছেন। সেই নিয়ে নানা তর্ক-বিতর্ক হয়েছে। তবে প্রিয়াংকা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বলিউডে ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জেরা’ ছবিতে অভিনয় করার কথা প্রিয়াংকার। ওই ছবিতে ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটও রয়েছেন। শোনা যাচ্ছিল, সন্তানকে সময় দেয়ার জন্য ফারহানের ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রিয়াংকা।

 

কলমকথা/বি সুলতানা