মোঃ আরিফ বিল্লাহ জামিল,সৌদি আরব প্রতিনিধি 

 

২৯ বছরে তিনি যা করে গেছেন, তা অকল্পনীয়…

এই ব্যক্তি ২৯ বছর ধরে আফ্রিকার মানুষদের ইসলামের প্রতি ডেকেছেন; কিন্তু এই সময়টুকুতে তিনি কী অর্জন করেছেনে জানেন?

এক. তাঁর হাতে এক কোটিরও বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছে।

দুই. ৫ হাজার ৭০০টি মসজিদ নির্মাণ করেছেন।

তিন. ৯ হাজার ৫০০ কূপ খনন করেছেন (আফ্রিকার মানুষদের পানি পানের সুবিধার্থে)।

চার. ১৫ হাজার এতিমকে লালন-পালন করেছেন।

পাঁচ. ৮৬০টি মাদরাসা গড়েছেন।

ছয়. ৪টি বিশ্ববিদ্যালয় ও ২০৪টি চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন।

কিন্তু অত্যন্ত দুঃখ ও বেদনার কথা হলো- উম্মাহর সন্তানেরা তাঁকে চেনে না। চেনে মেসি-রোনাল্দো ও নেইমারদের। আরও আরও বড় দুনিয়াদার এবং অশ্লীলতা প্রচারকদের।

আল্লাহ তাআলা শায়খ আবদুর রহমান আস-সুমাইতের কবরে জান্নাতের ফল্গুধারা বর্ষণ করুন। বেহেশতে পৌঁছা পর্যন্ত রেখে যাওয়া বিপুল আমলগুলোর সওয়াবে তাঁকে ভূষিত করুন।

আমিন