দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় প্রাণ গেছে দুই ফিলিস্তিনি নারীর। সোমবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বেথলেহাম শহরে গোলাগুলিতে প্রাণ হারান এক নারী।
তাকে ৪০ বছরের ঘাদা ইব্রাহিম সেবাতিয়েন হিসেবে শনাক্ত করেছে ফিলিস্তিনি গণমাধ্যম। বিধবা ঐ নারীর রয়েছে ৬ সন্তান। এদিকে, হেবরনের দক্ষিণাঞ্চলে ইসরাইলি নিরাপত্তা বহরের ওপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগে এক নারীকে গুলি করেছে ইসরাইলি সেনাবাহিনী।
এ ঘটনার একদিন আগেই, জেনিন শহরের শরণার্থী শিবিরে সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এ অভিযানেও প্রাণ হারান এক ফিলিস্তিনি, আহত কমপক্ষে ১৩ জন। এ অভিযানে সন্দেহভাজন ২৪ ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে নাফতালি বেনেট প্রশাসন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।