বলিউড কাঁপানো গায়ক ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে অশ্লীল গান গাওয়ার অভিযোগে মামলা হয়েছে। ভারতের মহারাষ্ট্রের নাগপুরের পঞ্চপাওলি থানায় মামলাটি দায়ের করেছেন আনন্দপাল সিং জব্বল নামে এক ব্যক্তি। ভারতীয় সংবাদ মাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, একটি অশ্লীল গান গেয়ে সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
ওই মামলায় এবার তার কণ্ঠস্বরের নমুনা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন নাগপুরের জেলা আদালত। প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জানুয়ারি জেলা ও অতিরিক্ত দায়রা বিচারক এসএএসএম আলি গায়ক হানি সিংকে ৪ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে নাগপুরের পাঁচপাওলি থানায় হাজির হওয়ার নির্দেশ দেন।
এদিকে বিদেশে যাওয়ার কথা ছিল বিধায় তার ওপর আরোপিত শর্ত শিথিল করার জন্য আগেই আবেদন করেছিলেন হানি সিং। আদালত সেই আবেদন গ্রহণ করে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।