ইউক্রেনে হামলার পর এবার পূর্ব ইউরোপের চার দেশের জন্য আকাশপথ নিষিদ্ধ করল রাশিয়া।
দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ লাতভিয়া, লিথুনিয়া, স্লোভেনিয়া ও এস্তোনিয়ার জন্য রোববার সকালে এ নিষেধাজ্ঞা আরোপ করে। খবর আনাদোলুর।
রাশিয়ার কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, পূর্ব-ইউরোপের ওই চার দেশ রাশিয়ার জন্য তাদের আকাশপথ বন্ধ করায় পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো এ সিদ্ধান্ত নিয়েছে।
ট্রানজিট ফ্লাইটের জন্যেও দেশগুলোর বিমানবন্দর ব্যবহার করতে দেওয়া হবে না।
এ আগে চেক রিপাবলিক, যুক্তরাজ্য, বুলগেরিয়া, পোল্যান্ড ও রোমানিয়ার জন্য নিজের আকাশপথ বন্ধ করে রাশিয়া।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।