আফগানিস্তানের কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুড়েছেন তালেবান সদস্যরা। মঙ্গলবার আফগানিস্তানের রাজধানীতে এ বিক্ষোভ হয়। খবর আরব নিউজের। ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখনও সরকার গঠন করতে পারেনি গোষ্ঠীটি। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় নারী অধিকারকর্মীরা বিক্ষোভের আয়োজন করছেন। খবরে বলা হয়, মঙ্গলবারের বিক্ষোভে প্রায় ৭০ জনের মতো অংশ নেন। যাদের অধিকাংশই নারী।
তারা পাকিস্তান দূতাবাসের বাইরে স্লোগান দেন, তাদের হাতে ছিল নানা ধরনের পোস্টার। পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে মদদ দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। এএফপির কর্মীর বরাতে খবরে বলা হয়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তালেবানের সদস্যরা আকাশে গুলি ছুড়েছেন। এর আগে মাজার-ই-শরিফ, হেরাতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। তালেবান পাঞ্জশির উপত্যকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়ার একদিন পর দেশটির রাজধানীতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
পাঞ্জশির দখলের মাধ্যমে পুরো আফগানিস্তান নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে তালেবান। দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ার মধ্যে ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এখন তারা সরকার গঠনের অপেক্ষায় রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।