আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে আলাপকালে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি, প্রতিরোধে যুদ্ধে আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।যুক্তরাজ্য সরকারের মুখপাত্র বলেন, রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন ফোনালাপে তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী জনসন। জনসন বলেন, যুক্তরাজ্য ইউক্রেনকে সহায়তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

দুই নেতাই ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশটিতে ভয়াবহ সংঘাত চলছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সেনাবাহিনীকে। এছাড়া আজ দেশ দুইটির প্রতিনিধি দলের সংলাপে বসার কথাও রয়েছে।