প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়ে পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি সংবিধান লঙ্ঘন করেছেন বলে মনে করছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ডেপুটি স্পিকারের পদক্ষেপ নিয়ে চতুর্থ দিনের মতো শুনানি চলছে আদালতে। এ সময় প্রধান বিচারপতি বলেন, অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরির দেওয়া আদেশে সংবিধানের অনুচ্ছেদ ৯৫ লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আজ পাকিস্তানের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এ নিয়ে আদালত রায় দেবে বলেও জানান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, প্রধান বিচারপতির নেতৃত্বে থাকা ৫ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার সকালে শুনানি শুরু করেন।

রায়ের পূর্ব প্রস্তুতি হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা যাচ্ছে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আশেপাশের অঞ্চলে অবস্থান নিয়েছে দাঙ্গা পুলিশ।

 

 

কলমকথা / বিথী