ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, উত্তরাঞ্চলের যেসব এলাকা ছেড়ে রুশ বাহিনী চলে গেছে, সেসব এলাকায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অবিস্ফোরিত বোমা। গতকাল সোমবার (১১ এপ্রিল) রাতে এক ভিডিও বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, রুশ বাহিনী ঘরবাড়ি, রাস্তা ও মাঠ সর্বত্র বোমা ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, যা যুদ্ধাপরাধের সামিল। কেননা এর উদ্দেশ্য যতটা সম্ভব আমাদের মানুষগুলো হত্যা বা পঙ্গু করা। রুশ নেতার সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেনারা এই ধরনের কাজ করতে পারে না।

এখন এসব বিপজ্জনক বস্তু সরিয়ে ফেলতে কাজ করছে বেশ কিছু দল। তিনি আরও বলেন, তারা ইচ্ছাকৃতভাবে এসব কাজ করেছে যাতে দখলমুক্ত হওয়ার পর ওই এলাকায় ইউক্রেনীয়দের ফিরে আসা বিপজ্জনক হয়। রুশ বাহিনীর এ কার্যকলাপে আমাদের অঞ্চলটি আজ বিশ্বের অন্যতম মাইন (বোমা) দ্বারা দূষিত হয়ে পড়েছে।