করোনা মহামারী মধ্যে ছুটিতে গিয়ে আটকে পড়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীরা। আগামী ১ নভেম্বর থেকে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অনুমোদন ছাড়া সরাসরি মালয়েশিয়া ঢুকতে পারবেন বিদেশি কর্মীরা। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা মাই ট্রাবল পাস এর ম্যাধমে অনুমোদন নিতে হবে পূর্বের নিয়মে মালয়েশিয়া ঢুকতে পারবেন । এমনটায় জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল যাইমি দাউদ।

আটকে পড়া বিদেশি কর্মীদের ফিরিয়ে আনতে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ও মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক তৎপরতা কারনে এমন সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সরকার।

তবে কিছু শর্ত মেনে মালয়েশিয়া ফিরতে পারবেন তারা, ভিসা থাকতে হবে, করোনার দুই ডোজ টিকা ও ডিজিটাল সার্টিফিকেট, করোনার নেগেটিভ সনদ, বিমানের টিকিট ও কুয়ালালামপুর বিমানবন্দরে কাছে নতুন স্থাপিত কোয়ারান্টান ৭ দিন থাকতে হবে।
হোম কোয়ান্টান খরচ সম্পূর্ণ নিজ নিজ বহন করতে হবে।