দ্য ফেলিসিটি এইস নামের জাহাজটিতে মোট ৩ হাজার ৯৬৫টি গাড়ি ছিল। এটি জার্মানির এমডেন থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড রাজ্যের ডেভিসভিলে বন্দরে যাচ্ছিল।

আটলান্টিক মহাসাগরে মালবাহী এক জাহাজে আগুন লেগেছে। জাহাজটিতে পোরসে, অডি ও ল্যাম্বরগিনির মতো দামি ব্র্যান্ডের কয়েক হাজার গাড়ি আছে।

পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের কাছে বুধবার ফোক্সওয়াগেন গ্রুপের এসব গাড়ি বহনকারী জাহাজটিতে আগুন লাগে।

দ্য ফেলিসিটি এইস নামের জাহাজটিতে মোট ৩ হাজার ৯৬৫টি গাড়ি ছিল। এটি জার্মানির এমডেন থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড রাজ্যের ডেভিসভিলে বন্দরে যাচ্ছিল।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, আগুন লাগার সময় জাহাজটি আজোরেস দ্বীপপুঞ্জ থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বুধবার পর্তুগিজ মেরিটাইম অথরিটি তাদের ওয়েবসাইটে একটি ছবি শেয়ার করে। ছবিতে জাহাজ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

দেশটির নৌবাহিনী বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, আগুন এখনও জ্বলছে, তবে নিয়ন্ত্রণে।

বিবৃতিতে বলা হয়, জাহাজটিতে থাকা ২২ ক্রুকে উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় একটি হোটেলে রাখা হয়েছে।

পোরসের মুখপাত্র লুক ভান্দেজান্দে জানান, আগুন লাগার সময় জাহাজটিতে তাদের প্রায় ১ হাজার ১০০টি গাড়ি ছিল।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে তারা যোগাযোগ করছেন বলে জানান।

তবে এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। ২০১৯ সালে অডি ও পোরসের গাড়িবাহী জাহাজে আগুন লাগে। সেসময় ২ হাজারের বেশি দামি গাড়ি নিয়ে জাহাজটি ডুবে যায়।

কিছু গ্রাহক সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। একজন টুইটার ব্যবহারকারী জানান, তার পোরসে ব্র্যান্ডের একটি গাড়ি জাহাজটিতে ছিল। এই মডেলের গাড়ির দাম শুরুই হয় ১ লাখ ডলার থেকে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান