আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা গণহত্যার শুনানি শুরু হয়েছে আজ। মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর চালানো গণহত্যা ইস্যুতে সোমবার (২১ শে ফেব্রুয়ারি) থেকে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) এ শুনানি শুরু হয়।
‘অ্যাপ্লিকেশন অব দ্য কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দ্য ক্রাইম অব জেনোসাইড (দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার)’ বিষয়ে এই গণশুনানি শুরু হয়েছে হেগে অবস্থিত পিস প্যালেসে। আজ থেকে শুরু হওয়া এই শুনানি চলবে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। রোহিঙ্গা গণহত্যা বিষয়ক এই মামলায় মিয়ানমার প্রাথমিকভাবে যেসব আপত্তি উত্থাপন করেছে তার ওপর শুনানি হচ্ছে।
এ বিষয়ে ১৯শে ফেব্রুয়ারি আইসিজে’র ওয়েবসাইটে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির বর্তমান অবস্থার মধ্যে এই শুনানি হবে ‘হাইব্রিড ফর্মেটে’।
গ্রেট হল অব জাস্টিসে মৌখিক এই শুনানি প্রক্রিয়ায় উপস্থিত হতে পারবেন কোর্টের কিছু সদস্য। বাকিরা ভিডিও লিঙ্কে অংশগ্রহণ করবেন। মামলার বাদী ও বিবাদীপক্ষের প্রতিনিধিরা ব্যক্তিগতভাবে বা ভিডিও লিঙ্কের মাধ্যমে অংশ নিতে পারবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।