তালেবান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো আফগানের সরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়েছে। গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের সঙ্গে ক্লাসে ফিরেছেন ছাত্রীরাও। তবে এখনো তালেবানের প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি যে বিশ্ববিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় আফগানিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষা কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের আলাদা রাখার বিভিন্ন ধরনের বিকল্প ব্যবস্থার সুযোগ দেয়া হয়েছে। এর মধ্যে ছেলে মেয়েদের আলাদা বসার ব্যবস্থা।

এবংকি ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন সময়ে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। নানগরহার বিশ্ববিদ্যালয়ের প্রধান খলিল আহমাদ বিহসুদওয়াল বলেন, প্রতিষ্ঠানের ছেলে এবং মেয়ে শিক্ষার্থীরা আলাদা ক্লাসে অংশ নেবে; এ চর্চা ইতোমধ্যে অনেক প্রদেশে চালু রয়েছে।

 

কলমকথা/সাথী