আফগানিস্তানে আফিমসহ মাদকের চাষাবাদ নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। রোববার তালেবানের শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এই নির্দেশ জারি করেছেন। সংবাদ সম্মেলনে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আফগানিস্তান ইসলামিক আমিরাতের সর্বোচ্চ নেতার আদেশ অনুসারে, আফগানদের জানানো হচ্ছে যে এখন থেকে সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ ডিক্রি লঙ্ঘন করে, অবিলম্বে ফসল ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীর বিরুদ্ধে শরিয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনায় মাদকের উৎপাদনসহ ব্যবহার ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। বিশ্বে মাদক উৎপাদনে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে আফগানিস্তান। তালেবান ২০০০ সালে তাদের শাসনামলের শেষ দিকে পপি চাষ নিষিদ্ধ করেছিল। তবে পরবর্তী আফগান সরকারগুলো সেই অবস্থান থেকে সরে এসেছিল
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।