ভারতের লোকসভায় মহুয়া মৈত্রের বক্তৃতা মানেই বিজেপিকে তুলোধোনা। বৃহস্পতিবার বক্তৃতার জন্য বরাদ্দ নির্দিষ্ট সময়ের আগেই নাকি তার মাইক বন্ধ করে দেন লোকসভার চেয়ারে থাকা স্পিকার।
বক্তৃতা দেওয়ার সময় মহুয়াকে লোকসভার চেয়ারে থাকা স্পিকার বলেছিলেন, ‘মহুয়াজি ভালোবেসে বলুন।’

এতেও আপত্তি কৃষ্ণনগরের এ সংসদ সদস্যের। অধিবেশন মুলতুবি হতেই টুইট করে তৃণমূল নেত্রী মহুয়া লেখেন, ‘আমি রেগে বলব নাকি ভালোবেসে বলব সে নিয়ে জ্ঞান দেওয়ার চেয়ার কে?’

টুইটবার্তায় মহুয়া লেখেন, ‘চেয়ার কে হয় যে তিনি আমাকে আটকে (আমার মূল্যবান সময় নষ্ট করেছেন) জ্ঞান দেবেন যে আমি রেগে কথা বলি নাকি ভালোবেসে বলি? আপনার কোনও অধিকারই নেই ম্যাডাম। আপনি শুধু মাত্র আমাকে নিয়মের দিক দিয়ে ঠিক করতে পারেন। আপনি লোকসভার মরাল সায়েন্সের টিচার নন।’

মহুয়া বলেন, শাসক দলকে বিরোধী সাংসদের কণ্ঠরোধ করা থেকে বিরত রাখতে বিরোধীদের একত্রিত হতে হবে।মহুয়া মৈত্র অপর এক টুইট বার্তায় লেখেন, ‘লোকসভা স্পিকার আমাকে কথা বলার জন্য অন্তত ১৩ মিনিট দিয়েছিলেন। এই আবহে আমার বক্তৃতা আটকানো নিয়ে আমি তাকে প্রশ্ন করলে তিনি বলেন যে ঘটনার সময় তিনি চেয়ারে ছিলেন না, তাই তাকে আমি দোষ দিতে পারি না। যখন আমি তাকে আরও চেপে ধরি, তখন তিনি বলেন, ‘এটা আমার মহানুভবতা ছিল যে আমি আপনাকে ১৩ মিনিটের জন্য কথা বলতে দিয়েছিলাম। অবিশ্বাস্য।

 

কলমকথা/ সাথী