দাতব্য কাজে আমেরিকার মুসলিম অমুসলিমদের চেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন বলে একটি জরিপ থেকে জানা যায়। ২০২১ সালের মুসলিমদের অর্থ উপার্জন ও মানবসেবামূলক দানের ওপর জরিপ করে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি লিলি ফ্যামিলি স্কুল অফ ফিলানথ্রপি।

মুসলিম ফিলানথ্রপি ইনিশিয়েটিভ (এমপিআই) ও ইসলামিক রিলিফ ইউএসএ যৌথভাবে এ জরিপ পরিচালনা করে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকায় বসবাসরত মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ মুসলিম। এমনকি অন্যদের চেয়ে গড়ে মুসলিমদের আয়ও কম।

তদুপরি ২০২১ সালের জরিপে দেখা যায়, আমেরিকান মুসলিমদের ব্যক্তিগত দানের পরিমাণ মোট দানের ১ দশমিক ৪ শতাংশ। আমেরিকায় মুসলিমরা সবচেয়ে ক্রমবর্ধমান ও বৈচিত্রময় সংখ্যালঘু জনগোষ্ঠী। এক বছরে তারা নানা ধরনের অনুদানে চার দশমিক তিন বিলিয়ন ডলার ব্যয় করেছেন।