মঈন আলির অলরাউন্ডিং নৈপুণ্যে উইন্ডিজকে ৩৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। গতকাল শনিবার (২৯ জানুয়ারি) ইংল্যান্ডের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার।

সিরিজ বাঁচাতে হলে জয়ের কোন বিকল্প ছিল না। তবে মঈন আলির অলরাউন্ডিং পারফর্ম্যান্স উইন্ডিজদের সিরিজ জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। ব্যাট হাতে ঝোড়ো ফিফটির পর বল হাতেও এই ইংরেজ তুলে নেন ক্যারিবীয়দের গুরুত্বপূর্ণ দু’টি উইকেট।

ইংলিশদের ছুঁড়ে দেওয়া ১৯৪ রানের বড় চ্যালেঞ্জের জবাবে জয়ের দেখা পায়নি উইন্ডিজ শিবির। ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রানে থামে পোলার্ডের দল। ফলে ৩৪ রানের জয় নিয়ে চলতি সিরিজে ২-২ সমতা এনেছে ইংল্যান্ড। এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে জেসন রয় ও মঈন আলীর দারুণ ফিফটিতে ১৯৩ রানে বড় পুঁজি পায় ইংলিশরা। এই রান তুলতে ৬ উইকেট হারায় তারা।

 

কলমকথা/সাথী