ইউক্রেনের আকাশসীমায় রাশিয়ান বিমানবাহিনী খুব সামান্য নিয়ন্ত্রণ নিতে পেরেছে বলে জানিয়েছেন ইউক্রেনের মুনফিস এবং জুইস নামে দুই পাইলট। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে তারা এ কথা জানান।
যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেয়া পাইলট মুনফিস বলেন, আমাদের যোদ্ধাদের সমন্বিত প্রচেষ্টা এবং স্থল-আকাশ প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে; এটা সত্যিই খুব ভালো সংমিশ্রন, খুবই ভালো মিল।
হ্যাঁ, এটা সত্য। আমরা এখন উপলব্ধি করছি—ইউক্রেনের আকাশসীমায় তাদের খুব সামান্য নিয়ন্ত্রণ আছে। এদিকে, পাইলট জুইস বলেন, রুশ বিমানবাহিনীর যেখানে নিয়ন্ত্রণ আছে তাহলো মারিউপোল এবং খারকিভ। সেখানে তারা নির্বিচারে বোমা ফেলছে। তবে এখন পর্যন্ত সমন্বিত প্রচেষ্টায় রাশিয়ান বাহিনীকে তারা ইউক্রেনের আকাশ থেকে তাড়াতে সক্ষম হয়েছেন বলেও মন্তব্য করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।