ইউক্রেনে হামলার শুরুর পর থেকেই দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিশেষ নজর দিয়েছে রাশিয়া। ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলের পর এবার দেশটির দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের দিকে আগাচ্ছে রুশ সেনারা।
শনিবার (৫ মার্চ) সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, রুশ সেনাদের একটি বহর দ্বিতীয় পারমাণবিক কেন্দ্রটির মাত্র ২০ মাইল দূরে আছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম কেন্দ্রটি হলো ইউঝনুকরাইস্ক, যার অবস্থান ইউক্রেনের দক্ষিণে মাইকোলাইভ ওব্লাস্টে। পারমাণবিক কেন্দ্রে সামান্য ভুলেও ঘটে যেতে পারে চেরনোবিলের মতো মহাবিপর্যয়।
সেজন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অতিদ্রুত মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন লিন্ডা। এর আগে শুক্রবার প্রথম পারমাণবিক কেন্দ্রের কাছে বিস্ফোরণ ও এর দখলের সময় অল্পের জন্য মারাত্মক বিপর্যয় ঘটেনি বলেও জানিয়েছেন তিনি। তবে ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে যে, সেখানেও বহু মানুষ হতাহত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।