ভিয়েনায় চলমান পারমাণবিক আলোচনা এবং ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে মঙ্গলবার (১৫ মার্চ) রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ইউক্রেনে যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে গতকাল সোমবার তার সাথে কথা বলেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার।

ইরানের বার্তা সংস্থা পার্সটুডে বাংলা এই তথ্য জানায়। এদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা সোমবার রাতে এক টুইট বার্তায় লিখেছেন, আগামীকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান মস্কো সফর করবেন। তার সাথে আমি কথা বলেছি। ইরান ইউক্রেনে যুদ্ধের বিপক্ষে, ইরান এর শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে।

আমি (তাকে) মস্কোতে আমার বার্তা জানাতে বলেছি: রাশিয়াকে অবশ্যই বেসামরিক মানুষের উপর বোমা হামলা বন্ধ করতে হবে, যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং ইউক্রেন থেকে (নিজেকে) প্রত্যাহার করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জবাবে বলেছেন, ইরান যেকোনো যুদ্ধের বিরোধী এবং সংলাপের মাধ্যমে সমাধানে বিশ্বাসী।

 

কলমকথা / সাথী