রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের একটি বেসামরিক বিমানবন্দর গুঁড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মধ্য ইউক্রেনের ভিন্নিতসিয়ার ওই বিমানবন্দরটিতে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এইমাত্র ভিন্নিতসিয়াতে ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়েছি। আটটি রকেট… বিমানবন্দর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
এদিকে, রুশ হামলা মোকাবিলায় এদিন ফের পশ্চিমাদের প্রতি ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা প্রতিদিন পুনরাবৃত্তি করি, সমস্ত রাশিয়ান ক্ষেপণাস্ত্রের জন্য, রাশিয়ান যুদ্ধবিমানের জন্য, তাদের সন্ত্রাসীদের জন্য বন্ধ ইউক্রেনের আকাশসীমা বন্ধ করুন।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।