ইউক্রেনের মারিওপোল শহরে চলছে রক্তক্ষয়ী লড়াই। বেশ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মিডিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে শহরটি। এখানকার একাধিক হাসপাতালেও বোমা হামলার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে।
এদিকে মারিওপোল শহরের মেয়র ভাদিম বোইশেনকো বলেছেন, তারা সত্যিই আজ ব্যাপক সক্রিয়। ট্যাংক এবং মেশিনগান নিয়ে চলছে যুদ্ধ। সবাই বাঙ্কারে লুকিয়ে পড়েছে। রুশ সেনারা মারিওপোলের একেবারে কেন্দ্রে পৌঁছে গেছে। তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের তুমুল যুদ্ধ চলছে।
রাশিয়ান রিপোর্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলায় ৮০ শতাংশেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এসব ভবনের মধ্যে ৩০ শতাংশ পুনরায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। শহরের মেয়র আরও বলেন, এখানে আর কোনো সিটি সেন্টার নেই যা হামলা থেকে বেঁচেছে। এছাড়া এমন কোনো ছোট ভূমিও অবশিষ্ট নেই যেখানে যুদ্ধের চিহ্ন পড়েনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।