গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
এমন পরিস্থিতিতে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন, মস্কোর বাহিনী ইউক্রেনে জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলা এবং জীবণু অস্ত্র নিয়ে গবেষণা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার প্রমাণ পেয়েছে।
রাশিয়ার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আয়োজিত বৈঠকে বক্তব্য রাখার সময় রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, রাশিয়ান বাহিনী অন্তত ৩০ টি জৈবিক গবেষণাগারের একটি নেটওয়ার্ক থাকার প্রমাণ খুঁজে পেয়েছে।
ওই গবেষণাগারগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ‘খুবই বিপজ্জনক জৈবিক পরীক্ষা-নিরীক্ষা’ চালানো হয়েছে বলে দাবি করেন নেবেনজিয়া।
তবে এই দাবির সপক্ষে তিনি কোনও প্রমাণ উপস্থাপন করেননি। ওদিকে, জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক প্রধান ইজুমি নাকামিতশু বলছেন, ইউক্রেইনে কোনও জীবাণু অস্ত্র কর্মসূচি আছে বলে তাদের জানা নেই।
সূত্র: বিবিসি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।