ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ‘যুক্তরাজ্য সরকারের কাছে এটা খুব স্পষ্ট যে, ইউক্রেনে একটি আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে।’ এদিকে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিনি ব্রিটিশ নাগরিকদের দ্রুত ইউক্রেন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও বলেছিলেন, ‘লক্ষন বলছে, রাশিয়া সামরিক অভিযানের উল্লেখযোগ্য রকম প্রস্তুতি নিচ্ছে।’ ইংল্যান্ডের উত্তর-পশ্চিমে একটি সফর সংক্ষিপ্ত করে লন্ডন ফেরার পর জনসনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

এদিকে, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। এসময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর খুব সুদূরপ্রসারী নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। রাশিয়া আশ্বাস চাইছে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে দেওয়া হবে না। তবে পশ্চিমা সামরিক জোটটির সদস্যরা তা মানতে অস্বীকৃতি জানিয়েছে।

 

কলমকথা/সাথী