ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত ৫১৬ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন ৯০৮। বুধবার (৯ মার্চ) জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, তারা বিশ্বাস করে প্রকৃত পরিসংখ্যান ‌যথেষ্ট বেশি।। এতে বলা হয়েছে, বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাসহ বিস্ফোরক অস্ত্রের কারণে।

ইউক্রেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে রাশিয়া। এদিকে বুধবার ইউক্রেনের মারিউপোলের একটি ‌‘মা ও শিশু হাসপাতালে’ রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১৭ জন আহত হয়।

 

 

কলমকথা/ বিথী