জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর এর হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশটি থেকে ৫ লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য জানায়।
সংস্থাটির সবশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডে ২ লাখ ৮১ হাজার, হাঙ্গেরিতে ৮৪ হাজারের বেশি, মোলডোভায় ৩৬ হাজার ৪০০, রোমানিয়ায় ৩২ হাজার ৫০০ এবং স্লোভাকিয়ায় প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লোকের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
জাতিসংঘের সংস্থাটির তথ্য অনুসারে ইউক্রেনের অভ্যন্তরে বর্তমানে এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন পঞ্চম দিনে পড়েছে। যুদ্ধরত দুই দেশ সোমবার শান্তি আলোচনায় বসেছে বেলারুশ সীমান্তে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।