ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ২৭ লাখ মানুষ নিজেদের ঘরছাড়া হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। রোববার (১৩ মার্চ) জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) এ তথ্য জানায়।

ইউএনএইচসিআর জানায়, এখন পর্যন্ত ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা ২৬ লাখ ৯৮ হাজার ২৮০ জন। শনিবারের পরিসংখ্যানের তুলনায় এই সংখ্যাটি ১ লাখ ৭০০ জন বেশি।

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডির মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই ইউরোপে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের শরণার্থী হিসেবে দেশত্যাগের ঘটনা। জাতিসংঘের প্রাথমিক অনুমান অনুযায়ী ৪০ লাখ মানুষ যুদ্ধ থেকে পালাতে ইউক্রেন ছেড়ে যেতে পারে।

 

 

কলমকথা/ বিথী