ইউক্রেন চলমান যুদ্ধকে ‘নির্বোধের ধ্বংসযজ্ঞ’ বলে অভিহিত করেছেন পোপ ফ্রান্সিস। রোববারের (২০ মার্চ) বক্তৃতায় পোপ ফ্রান্সিস বলেন, যে যুদ্ধে ক্ষতি এবং নৃশংসতা হয় নিত্যদিনের ঘটনা, সেটি অবশ্যই নির্বোধের দ্বারাই পরিচালিত হয়।

এদিকে, সেন্ট পিটার্সবার্গ স্কয়ারে অ্যাঞ্জেলাস প্রেয়ারের শেষে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আমি অনুরোধ করবো, তারা যাতে এই সম্পূর্ণ অগ্রহণযোগ্য যুদ্ধের ইতি টানতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ সপ্তাহেই ক্ষেপণাস্ত্র এবং বোমা বর্ষণ করা হয়েছে বেসামরিক মানুষের ওপর।

তাদের মধ্যে যেমন বয়স্ক মানুষ আছেন, তেমনি আছেন শিশু এবং গর্ভবতী নারী। এক শিশুকে দেখেছি, তার হাত নেই। আরেক শিশু গুরুতর আঘাত পেয়েছে মাথায়। পোপ ফ্রান্সিস প্রার্থনার সুরে বলেন, আসুন আমরা এই যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে থাকি, তাদের স্নেহ, প্রতিশ্রুতি ও প্রার্থনার সাথে আলিঙ্গন করি এবং দয়া করে যুদ্ধ ও সহিংসতায় অভ্যস্ত না হই।