ইউক্রেন-রাশিয়ার আগ্রাসনের ১৭তম দিনে আজ। যুদ্ধের দামামার মধ্যেই আগামী ১৪ মার্চ নরওয়েতে ন্যাটোভুক্ত দেশগুলোর শীতকালীন মহড়া শুরু হচ্ছে।
ন্যাটোভুক্ত ২৭টি দেশের প্রায় ৩০ হাজার সেনা, ২০০টি বিমান এবং ৫০টি জাহাজ শীতকালীন মহড়ায় অংশ নেবে। এ বছর ন্যাটো সৈন্যদের নিয়ে সবচেয়ে বড় মহড়া এটি। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ মার্চ থেকে শুরু হওয়া পশ্চিমাদেশগুলোকে নরওয়ের ঠাণ্ডা জলবায়ুতে, আর্কটিক, মাটিতে, সমুদ্রে এবং আকাশে তাদের যুদ্ধের দক্ষতাকে উন্নত করতে সক্ষম করবে৷
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে এই মহড়া অনুষ্ঠিত হবে। যদিও এটি মস্কোর ইউক্রেন আক্রমণের অনেক আগেই পরিকল্পনা করা হয়েছিল, যুদ্ধের কারণে এটি তাৎপর্য যোগ করেছে।
নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ওড রজার এনোকসেন বলেন, এই মহড়া নরওয়ে এবং তার মিত্রদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নরওয়ের একটি মিত্র শক্তিবৃদ্ধি অনুশীলন করব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।