ইউক্রেনের বন্দরনগরী মারিউপলে অবস্থিত ইউরোপের বৃহত্তম স্টিল প্ল্যান্ট আজোভস্তল রাশিয়ান বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে। রোববার (২০ মার্চ) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভ্যাসিলেঙ্কো টুইটারে লিখেছেন, ইউরোপের সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনের অর্থনীতির বিশাল ক্ষতি। পরিবেশ বিপর্যস্ত।
সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন জ্বলছে। ইউক্রেনের আরেক সংসদ সদস্য সের্হি তারুতা ফেসবুকে লিখেছেন, রাশিয়ান বাহিনী প্ল্যান্টটি কার্যত ধ্বংস করে ফেলেছে। ওই প্ল্যান্টের ডিরেক্টর জেনারেল এনভের স্কিতিশভিলি জানিয়েছেন, আমরা আবার এই শহরে ফিরব। নতুন করে সবকিছু গড়ে তুলব।
স্টিল প্ল্যান্টের ভেতরের কোক ওভেন ব্যাটারি থেকে বিপদ বাড়তে পারে এই আশঙ্কায় ইউক্রেনে রুশ হামলা শুরুর পরই ব্লাস্ট ফার্নেস বন্ধ করে দেয়া হয় বলে জানান প্ল্যান্টের ডিরেক্টর জেনারেল। তাই ওই প্ল্যান্ট থেকে কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।