পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ভাগ্য নির্ধারণী অধিবেশন নিয়ে একের পর এক নাটকীয়তা চলছে। কিছুক্ষণ অধিবেশন চলার পর পুনরায় বিরতির ঘোষণা দিচ্ছেন স্পিকার আসাদ কায়সার। ধারণা করা হচ্ছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী, আজ অনাস্থা প্রস্তাবের ওপর ভোট নাও হতে পারে। স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পর স্পিকার আসাদ কাইসার অধিবেশন মূলতবির সিদ্ধান্ত নেন।

বেলা ২টা ৩০ মিনিটে অধিবেশন পুনরায় শুরু হয়। তবে বিকেলে ইফতার ও মাগরিবের নামাজের জন্য সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত অধিবেশন মূলতবি ঘোষণা করা হয়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের পর পুনরায় অধিবেশন শুরু হয়। তবে এর কিছুক্ষণ পর এশার নামাজের জন্য অধিবেশন মূলতবি ঘোষণা করা হয়। রাত ৯টা ৩০ মিনিটে পুনরায় অধিবেশন শুরু হবে। সূতের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, আজ (শনিবার) ভোট ঠেকানোর পরিকল্পনা করেছে সরকারী দল। স্পিকার আসাদ কায়সার তার ৩০ বছরের সঙ্গী ইমরান খানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চান না। তাই তিনি বারবার বিরতি দিয়ে অধিবেশন দীর্ঘায়িত করছেন। ধারণা করা হচ্ছে, সরকারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আজ অনাস্থা প্রস্তাবের ওপর ভোট নাও হতে পারে।

রাত ১২টা পর্যন্ত অধিবেশন চলবে পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ভাগ্য নির্ধারণী অধিবেশন শনিবার রাত ১২টা পর্যন্ত চলবে। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পর স্পিকার আসাদ কাইসার অধিবেশন মূলতবির সিদ্ধান্ত নেন। বেলা ২টা ৩০ মিনিটে অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। কয়েক ঘণ্টা অধিবেশন চলার পর পুনরায় ইফতারের বিরতি দেওয়া হয়। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের পর পুনরায় অধিবেশন শুরু হয়। ধারণা করা হচ্ছে স্থানীয় সময় রাত ৯টার দিকে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে। তবে কোনো কারণে আইনপ্রণেতাদের বক্তব্য দীর্ঘায়িত হলে রাত ১২টা পর্যন্ত অধিবেশন চলবে। রাত ৯টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার রাত ৯ টায় তার কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করেছেন। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এমন এক সময় এই খবর এলো যখন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির জন্য গুরুত্বপূর্ণ জাতীয় পরিষদের অধিবেশন চলছে। এটি আগে জিও নিউজ জানিয়েছিল, সরকারের কৌশল হল ‘বিদেশী ষড়যন্ত্র’ নিয়ে আইনপ্রণেতারা দীর্ঘ বক্তৃতার মাধ্যমে কার্যধারাকে স্থগিত এবং ভোট বিলম্বিত করা। ইফতারের পর ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ভাগ্য নির্ধারণী অধিবেশন পুনরায় শুরু হয়েছে। স্থানীয় সময় রাত ৮টার পর ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে বলে সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পর স্পিকার আসাদ কাইসার অধিবেশন মূলতবির সিদ্ধান্ত নেন। বেলা ২টা ৩০ মিনিটে অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, স্পিকার প্রথমে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অধিবেশন মূলতবি রাখতে চেয়েছিলেন। কিন্তু বিরতির সময় আরও দীর্ঘায়িত হয়। আশা করা হচ্ছে ইফতারের পর রাত ৮টার দিকে ভোটাভুটি হবে। সূত্র আরও জানিয়েছে, ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের আইনপ্রণেতারা ইচ্ছা করে সময় দীর্ঘায়িত করেছেন। অধিবেশন চলাকালে তারা দীর্ঘসময় বক্তৃতা দিয়েছেন।