ইরাকে স্থানীয় সময় শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংসদ নির্বাচনের কমিশনের ফল ঘোষণা করা হয়েছে।
এবারের নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদরের নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৭৩ আসন পেয়েছে। ইরাকের সংসদ নির্বানে ৩২৯ আসনে ১৬৭টি দলের তিন হাজার ২০০ প্রার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত ফল প্রকাশের পর মুকতাদা আল-সদর বলেছেন, তারা এমন একটি সরকার গঠনের চেষ্টা করছেন, যা জনগণের সেবায় আত্মনিয়োগ করবে। সরকার গঠনে সহযোগিতা করতে সব দল ও সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি। মুকতাদা আল-সাদরের জোট ৭৩ আসন পেলেও তা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়।
তাদের অন্য দল ও জোটের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে। চূড়ান্ত ফল অনুযায়ী মুকতাদা সাদরের জোটের পরই আসন সংখ্যায় এগিয়ে আছে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল-হালবুসের নেতৃত্বাধীন তাকাদ্দুম কোয়ালিশন। তারা পেয়েছে ৩৭ আসন। নুরি আল-মালিকির স্টেট অব ল জোট ৩৪ আসনে জিতে তৃতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৪০ আসনে জিতেছেন। গত ১০ অক্টোবর ইরাকের পার্লামেন্টের ৩২৯ আসনের জন্য নির্বাচন হয়। এটি ছিল আগাম নির্বাচন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।