ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পাঁচ কর্মী অপহরণের শিকার হয়েছেন। এই অপহরণের জন্য আল কায়েদা জঙ্গিদের সন্দেহ করছেন ইয়েমেনি কর্মকর্তারা।
স্থানীয় সময় গত শুক্রবার কাজ শেষে এডেনে ফেরার সময় তারা অপহৃত হন। জাতিসংঘ স্থানীয় সময় শনিবার বিষয়টি জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।
ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি বলেন, অপহৃতদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে জাতিসংঘ। অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনই ইয়েমেনি, একজন অন্য দেশের নাগরিক।
অপহরণ সম্পর্কে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত। কিন্তু সুস্পষ্ট কিছু কারণে আমরা এ বিষয়ে মন্তব্য করছি না।
২০১৫ সাল থেকে ইয়েমেনে ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান চলছে। ২০১৫ সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ওই বছরের মার্চ থেকে অভিযান শুরু করে সৌদি জোট।
ইয়েমেন সংঘাতে হাজারও মানুষের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। সংঘাতের কারণে দেশটিতে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।