রাশিয়ার একটি নৌবহর সামরিক মহড়া দিতে ভূমধ্যসাগর থেকে কৃষ্ণ সাগরের দিকে রওয়ানা দিয়েছে। এ বহরে রয়েছে ৬টি যুদ্ধ জাহাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, এটি রুশ নৌবাহিনীর পূর্ব পরিকল্পিত মহড়া।
এদিকে, রশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রুশ জাহাজগুলো বসফরাস ও ডারডানেল প্রণালী পার করেছে। এর আগে গত মাসে রাশিয়া ঘোষণায় বলা হয়, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাপক মহড়া চালাবে তাদের সব নৌবহর প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক পর্যন্ত।
যখন ইউক্রেন ইস্যুতে যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাথে রাশিয়ার চরম উত্তেজনা ঠিক সেই সময় রাশিয়ার জাহাজগুলো কৃষ্ণসাগরে মহড়ায় অংশ নিতে যাচ্ছে। ওই এলাকায় গত কিছু দিন ধরে আমরিকা, ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধজাহাজ ঘোরাঘুরি করেছে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।