পাঞ্জাবে ভোট গ্রহণ চলছে আজ রোববার (২০ ফেব্রুয়ারি)। ১১৭টি বিধানসভা আসন ও উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটে ১৬টি জেলার ৫৯টি আসনের এই ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাজ্যে প্রার্থী হয়েছেন মোট ১৩০৪ জন।
তাদের মধ্যে নারীর সংখ্যা ৯৩। কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টি, কৃষকদের সংযুক্ত সমাজ মোর্চা এবং আমরিন্দার এর নতুন পার্টির অগ্নিপরীক্ষা এই ভোটে। আছে শিরোমনি অকালি দলও। এর আগে ৭৭টি আসন জিতে ২০১৭ সালের ভোটে নিরঙ্কুশ গরিষ্ঠতা পায় কংগ্রেস।
তার আগে শিরোমণি অকালি দল ও বিজেপির জোট সরকার ১০ বছর রাজ্যে ক্ষমতায় ছিল । এবার ভোটে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখছে পাঞ্জাব। কংগ্রেস ও বিজেপির পাশাপাশি উঠে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।