বছরের শুরুতেই বিয়ের খবর দিলেন জনপ্রিয় অভিনেতা মোহিত রায়না। প্রেমিকা অদিতির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে সেই ছবি পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন,
‘ভালোবাসা কোনো বাধা মানে না। ভালোবাসা পেরিয়ে যায় প্রতিকূলতা, কাঁটাতার টপকে সমস্ত দেয়াল ভেদ করে তীব্র মনের জোরে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। অভিভাবকদের আশীর্বাদে আমরা এক হলাম। নতুন পথে চলার জন্য আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য।’
লেখার শেষে নিজের ও স্ত্রী অদিতির নাম লেখেন মোহিত। সেই পোস্টে নবদম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। তারকারাও মোহিত-অদিতির মধুর ভবিষ্যৎ কামনা করেছেন। কাশ্মীরের ছেলে মোহিতের জন্ম ও বেড়ে ওঠা সেখানেই।
পরে মুম্বাইয়ে চলে আসেন। মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন। তবে প্রথম থেকেই মোহিতের লক্ষ্য ছিল অভিনয়ের জগতে খ্যাতি পাওয়া। হিন্দি টেলিভিশনের মাধ্যমে অভিনয়ের এই সফর শুরু করেন মোহিত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।