বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। প্রায় চার দশকের অভিনয় ক্যারিয়ারে ৫১৯টি সিনেমায় অভিনয় করেছেন। হলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। কিন্তু এখনো মুম্বাইয়ের একটি বাড়িতে ভাড়া থাকেন এই জনপ্রিয় অভিনেতা। এক সাক্ষাৎকারে অনুপম খের বলেন, ‘মুম্বাইয়ে আমার কোনো নিজের বাড়ি নেই। একটি ভাড়া অ্যাপার্টমেন্ট থাকি। চার-পাঁচ বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, মুম্বাইয়ে কোনো সম্পত্তি কিনব না। চার বছর আগে হিমাচল প্রদেশের সিমলায় আমার মায়ের জন্য একটি বাড়ি কিনেছি।’ অনুপম খেরের মা দুলারি খের।
জানা গেছে, সিমলায় নিজের একটি বাড়ির স্বপ্ন ছিল তার। মায়ের ইচ্ছা পূরণ করতেই বাড়িটি কেনেন অনুপম। এই অভিনেতার ভাষায়, “বাবা মারা যাওয়ার পর মা আমাদের সঙ্গে থাকতেন। তাকে সব সময় উত্যক্ত করতাম, আপনার ছেলে অনুপম খের, আর কি লাগে?
তিনি আমাকে চমকে দিয়ে বলেছিলেন, ‘আমার বাড়ি লাগবে।’ আমি বলি, রাজু (ভাই) ও আমার বাড়ি আছে। তিনি বলেন, ‘না, সিমলায় লাগবে। সারা জীবন সিমলায় ভাড়া বাড়িতে থেকেছি, আমার স্বপ্ন একদিন নিজের বাড়ি হবে।” মায়ের সঙ্গে অনুপম খের সেদিনই মায়ের জন্য বাড়ি কেনার সিদ্ধান্ত নেন অনুপম। সিমলার সোগি অঞ্চলে অবস্থিত একটি বাড়ি পেয়েও যান। ৯ বেডরুমের বাড়িটি সঙ্গে সঙ্গে কিনে নেন এই অভিনেতা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।